গাজীপুরের পুবাইলে খালে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
ইছালি ব্রিজ থেকে চিলাই নদীর শাখা খালে ঝাঁপ দিয়ে রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
১৩ বছর বয়সী মৃত মুন্নার বাড়ি গাজীপুর মহানগরীর নীলের পাড়া এলাকায়। সে নীলের পাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার সকালে মুন্না তার তিন থেকে চারজন বন্ধুকে নিয়ে ইছালি ব্রিজ এলাকায় ঘুরতে আসে। তারা চিলাই নদীর শাখা খালে গোসলে নামে। একপর্যায়ে মুন্না ব্রিজ থেকে খালে ঝাঁপ দিয়ে তলিয়ে যায়।
স্থানীয়রা তাকে মৃত অবস্থায় খাল থেকে উদ্ধার করে। পুলিশ পৌঁছানোর আগেই স্বজনরা মরদেহ নিয়ে যায়।
ওসি বলেন, ‘এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ বা মামলা দেয়নি।’