চুয়াডাঙ্গার দর্শনায় বালুভর্তি ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্র নিহত হয়েছে।
দর্শনা-কার্পাসডাঙ্গা সড়কের রামনগর মিতালী মাইক সার্ভিসের সামনে রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ১৩ বছর বয়সী আল আমিন দর্শনা পৌর এলাকার রামনগর তালবাগানপাড়ার আশরাফুল ইসলামের ছেলে। সে মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবীর।
স্থানীয়দের বরাতে তিনি জানান, দুপুরে প্রাইভেট পড়া শেষে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল আল আমিন। পথে রামনগর মাইকপট্টির কাছে পৌঁছালে সাইকেলের চেইন পড়ে যায়।
সেই চেইন তুলতে গেলে দর্শনা ছেড়ে আসা কার্পাসডাঙ্গাগামী দ্রুতগতির ট্রাক্টরটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় আল আমিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ‘এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।’