বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দেয়ালধসে শ্রমিকের মৃত্যু

  •    
  • ৩ জুলাই, ২০২২ ১৪:০২

স্থানীয়দের বরাতে ওসি বলেন, ‘সকালে মসজিদের মিনারা তৈরির জন্য মাটি কাটছিলেন শ্রমিকরা। একপর্যায়ে পার্শ্ববর্তী একটি দেয়াল ধসে চাপা পড়েন চার শ্রমিক। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক শাহজাহানকে মৃত ঘোষণা করেন।’

চাঁদপুরে মসজিদের মিনার নির্মাণের জন্য মাটি কাটতে গিয়ে দেয়ালধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ৬৫ বছরের শাহজাহান গাজির বাড়ি ১ নম্বর ওয়ার্ডে। আহতরা হলেন লিটন গাজি, হামেদ গাজি ও কামাল বেপারী।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, ‘সকালে বাগাদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজি বাড়ি জামে মসজিদের মিনারা তৈরির জন্য মাটি কাটছিলেন শ্রমিকরা। একপর্যায়ে পার্শ্ববর্তী একটি দেয়াল ধসে চাপা পড়েন চার শ্রমিক।

‘স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক শাহজাহানকে মৃত ঘোষণা করেন।’

এ বিভাগের আরো খবর