বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

  •    
  • ৩ জুলাই, ২০২২ ১২:৩১

শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘পরিবারের পক্ষ থেকে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য আবেদন করা হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। ঘটনার সত্যতা যাচাই করে ব্যবস্থা নেয়া হবে।’

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎচালিত সেচযন্ত্রের তারে জড়িয়ে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের ভাটি লঙ্গরপাড়া চরবন্দে গ্র‍ামে রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

১৮ বছরের মঞ্জুরুল ইসলাম গ্রামের মনু মিয়ার ছেলে। তিনি শেরপুর সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছেন তার চাচা আনোয়ার হোসেন। তিনি চরশেরপুর নয়াপাড়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী।

নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস।

স্বজনদের বরাতে ওসি জানান, সকাল ৯টার সময় গ্রামের চরবন্দে আমনের বীজতলার জন্য সেচ দিতে যান মঞ্জুরুল ইসলাম ও তার চাচা আনোয়ার। এ সময় সেচের মোটরের বৈদ্যুতিক সংযোগে সমস্যা দেখা দেয়। মঞ্জুরুল সেটি ঠিক করতে গিয়ে তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাকে ছাড়াতে গিয়ে আহত হন আনোয়ার হোসেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

মঞ্জুরুলের বাবা মনু মিয়া বলেন, ‘আমার দুই মেয়ে ও এক ছেলের মধ্যে

মঞ্জুরুল সবার ছোট। আমার একমাত্র ছেলে মারা গেল, এডা আমি কী কইরা সমু। আমার ছেলের লাশ ময়নাতদন্ত করতে চাই না।’

এ বিষয়ে খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসাইন বলেন, ‘মরদেহ বাড়িতেই রয়েছে। আমরা বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি।’

ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘পরিবারের পক্ষ থেকে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য আবেদন করা হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। ঘটনার সত্যতা যাচাই করে ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর