বরিশালের হিজলায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে সোহান মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বরজালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।
সোহান টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নওয়াবাড়ি গ্রামের দুলাল মিয়ার ছেলে। ৭ বছর বয়সী শিশুটি মা-বাবার সঙ্গে গাজীপুরের কোনাবাড়িতে থাকতো।
হিজলা থানার ওসি ইউনুস মিয়া জানান, অভিভাবকদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিশুটির নানা এসকান্দার ফকির সাংবাদিকদের জানান, শুক্রবার নাতিকে নিয়ে মেয়ে কুলসুম আক্তার বেড়াতে এসেছে। দুপুরে বাড়ির অন্য শিশুদের সঙ্গে পুকুর পাড়ে ঘাটে খেলা করছিল সোহান। কিছু সময় পর বাড়ির এক মহিলা সোহানকে পুকুরে ভাসমান দেখে উদ্ধার করে। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জানান যে শিশুটি ইতোমধ্যে মারা গেছে।