বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাসচাপায় গেল ২ গরু বেপারির প্রাণ

  •    
  • ২ জুলাই, ২০২২ ২০:৩৮

তুষখালী হাওলাদার ফিলিং স্টেশনের সামনে বনফুল পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ট্রলিটি দুমড়ে-মুচড়ে সড়কের বাইরে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে হিরু ও জাহাঙ্গীর নিহত হন। আহত হন তিনজন।

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসচাপায় হিরু সিকদার ও জাহাঙ্গীর ফকির নামে দুই গরুর বেপারি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

শনিবার দুপুর ১টার দিকে মঠবাড়িয়া-চরখালী আঞ্চলিক মহাসড়কের তুষখালী হাওলাদার ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

হিরু সিকদার ও জাহাঙ্গীর ফকিরের বাড়ি মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালী গ্রামে। তাদের বয়স ৫০ বছরের মতো।স্থানীয়রা জানান, ঈদুল আজহা সামনে রেখে গরুর বেপারি হিরু ও জাহাঙ্গীর শনিবার ভোরে আরও শ্রমিক নিয়ে দুটি ট্রলিতে ২৬টি গরু নিয়ে পাশের ভান্ডারিয়া পৌর বাজারে যান। সকাল সাড়ে ৯টার দিকে গরু বিক্রি করে তারা ওই ট্রলিতে মঠবাড়িয়ায় ফিরছিলেন।

তুষখালী হাওলাদার ফিলিং স্টেশনের সামনে বনফুল পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ট্রলিটি দুমড়ে-মুচড়ে সড়কের বাইরে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে হিরু ও জাহাঙ্গীর নিহত হন। আহত হন তিনজন।

স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

মঠবাড়িয়া থানার ওসি মুহাম্মদ নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছেন।

এ বিভাগের আরো খবর