হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রেলওয়ের জমিতে গড়ে তোলা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারের পৌর মার্কেট সংলগ্ন এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (ঢাকা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফি উল্লাহ।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযানে অর্ধশতাধিক আধাপাকা ও কাঁচা স্থাপনা উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ বলেন, ‘দীর্ঘদিন ধরে একটি চক্র রেলওয়ের জমি দখল করে স্থাপনা নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। বার বার তাদেরকে নিষেধ করলেও দখলদাররা তাতে কান দেয়নি। তাই আজ অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের ভূমি দখলমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।’
উদ্ধার অভিযানের সময় শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশীদসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।