পদ্মা সেতু হয়ে যাওয়ায় বিএনপি খেই হারিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীতে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু হয়ে যাওয়ায় সারা দেশের মানুষ যখন উল্লসিত, বিএনপি তখন খেই হারিয়ে ফেলেছে। এখন কী বলবে বিএনপি? পদ্মা সেতু নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, তাদের মানুষ ধিক্কার দিচ্ছে। এ অবস্থায় বিএনপি খেই হারিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে।’
তিনি বলেন, ‘বন্যা হওয়ার পর সেখানে বিএনপির কেউ যায়নি। তারা বলেছে, ত্রাণ দেয়া তাদের দায়িত্ব-কর্তব্য নয়। আমরা যখন বিরোধী দলে ছিলাম, তখন বন্যা, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন দুর্যোগে আওয়ামী লীগ দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। আমাদের নেত্রী ছুটে গেছেন দুর্গতদের পাশে।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘বন্যা দেখা দেয়ার সঙ্গে সঙ্গে আমাদের সরকার ও দল ঝাঁপিয়ে পড়েছে। দল ও সরকারের পক্ষ থেকে সব ব্যবস্থা নেয়া হয়েছে। বন্যার পানিতে ডুবে এবং সাপের কামড়ে কয়েকজন মারা গেছে সেটা সত্য। কিন্তু অনাহারে কোনো মানুষ মৃত্যুবরণ করেনি।’
পদ্মা সেতুর ব্যাপারে যারা বাংলাদেশে থেকে বিরোধিতা করেছেন তাদের বিরুদ্ধে সরকার আইনি কোনো ব্যবস্থা নেবে কি না- এমন প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, ‘হাইকোর্টের একটি রায় আছে। পদ্মা সেতুর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, তাদের খুঁজে বের করার জন্য কমিশন গঠন করতে বলা হয়েছে।’
হাইকোর্টের রায়টি পরীক্ষা-নিরীক্ষা করে কী করা যায় সরকার বিবেচনা করবে বলে জানান তথ্যমন্ত্রী।