ময়মনসিংহ নগরীতে পূর্ব শত্রুতার জেরে যুবলীগের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
নগরীর গন্দ্রপা এলাকায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
৩০ বছর বয়সী নিহত মো. পারভেজের বাড়ি গন্দ্রপা এলাকায়।
মহানগর যুবলীগের আহ্বায়ক শাহিনুর রহমান বলেন, ‘পারভেজ মহানগরের ১৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পদ প্রত্যাশী ছিলেন। এ ছাড়া তিনি ময়মনসিংহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।’
স্থানীয়দের বরাতে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন নিউজবাংলাকে জানান, রাত সাড়ে ৮টার দিকে পারভেজ নিজের বাড়ির দিকে ফিরছিলেন। সে সময় পূর্ব বিরোধের জেরে দিলীপ তাকে আটকায়। তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর দিলীপ, রাজিব, অলিদ, সিদ্দিকসহ আরও কয়েকজন তার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে।
স্থানীয়রা তাকে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে পারভেজের মৃত্যু হয়।
ফারুক হোসেন বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।’