বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুই যুবকের তর্ক গড়ায় সংঘর্ষে, প্রাণ হারান আরেকজন

  •    
  • ১ জুলাই, ২০২২ ১৯:০০

স্থানীয়দের বরাতে হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) ফেরদৌস মোহাম্মদ জানান, বৃহস্পতিবার রিপন মিয়া ও সোহেল মিয়া নামে দুই যুবকের মধ্যে মোবাইল ফোন কেনাবেচা নিয়ে কথা-কাটাকাটি হয়। স্থানীরা তাদের শান্ত করে বাড়ি পাঠিয়ে দেন। শুক্রবার বিকেলে আবারও দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই যুবকের তর্কের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬০ জন।

২ ঘণ্টা ধরে চলা সংঘর্ষে বন্ধ হয়ে যায় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়ক। পুলিশ গিয়ে টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে নেয়।

উপজেলার আলমপুরে শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মামুন মিয়া। তার বাড়ি আলমপুর গ্রামে।

স্থানীয়দের বরাতে হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) ফেরদৌস মোহাম্মদ জানান, বৃহস্পতিবার রিপন মিয়া ও সোহেল মিয়া নামে দুই যুবকের মধ্যে মোবাইল ফোন কেনাবেচা নিয়ে কথা-কাটাকাটি হয়। স্থানীরা তাদের শান্ত করে বাড়ি পাঠিয়ে দেন।

ওসি জানান, শুক্রবার বিকেলে আবারও দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার পর আহতদের সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক মামুন মিয়াকে মৃত ঘোষণা করেন।

মোবাইল ফোন নিয়ে ঠিক কী হয়েছিল, যা সংঘর্ষ পর্যন্ত গড়িয়েছে। কিন্তু তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি বলে জানান ওসি।

সদর হাসপাতালের চিকিৎসক এস এম শরীফুল কবির জানান, বুকে আঘাত পেয়ে মামুনের মৃত্যু হয়েছে। আহত আরেক যুবকের অবস্থা আশঙ্কাজনক। তার বুকে টেঁটা বিঁধেছে। তাকে চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো খবর