বন্যাকবলিত সিলেট-সুনামগঞ্জে বন্যার্তদের খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ কাজে যুক্ত হয়েছে সৌদি দূতাবাসের মাধ্যমে আসা ছয় টন খেজুর।
ফায়ার সার্ভিসের উপপরিচালক শাহজাহান শিকদার শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিনের নির্দেশনায় সিলেট বিভাগের উপপরিচালক মো. মনিরুজ্জামান এই কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খাদ্য বিতরণ কর্মসূচির অংশ হিসেবে গত ৩০ জুন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ফায়ার স্টেশনের আওতাধীন কৃষ্ণনগর, ফতেহপুর, জনতা, মুক্তিরখলা, শক্তিয়ারখলা, দুর্গাপুর, মল্লিকপুর, ছিদ্দরপুর, বাগমারা ও রাধানগর গ্রামের বন্যাকবলিতদের মধ্যে ১ হাজার ১০৫ প্যাকেট খেজুর বিতরণ করা হয়। এসব এলাকার কোথাও গিয়ে, আবার কোথাও এক স্থানে লোক জড়ো করে এসব খাবার বিতরণ করা হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রতি প্যাকেটের মধ্যে খেজুরের পরিমাণ ছিল দুই কেজি। খাদ্য সাহায্য হিসেবে খেজুর বিতরণের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে। শনিবার ছাতক এলাকায় খাদ্য সাহায্য বিতরণের কর্মসূচি নিয়েছে ফায়ার সার্ভিসের সিলেট বিভাগ।