বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাঁচ ছিনতাইকারী কারাগারে

  •    
  • ১ জুলাই, ২০২২ ১৬:০৫

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ৩০ মার্চ থেকে ২৫ জুন পর্যন্ত সিংড়া ও বড়াইগ্রাম উপজেলায় মোটর সাইকেলসহ টাকা ছিনতাইয়ের তিনটি ঘটনা ঘটে। মামলার পর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।

নাটোরে পাঁচ ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।

সিংড়া ও বড়াইগ্রাম আমলি আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

ওই পাঁচজন হলেন সিংড়া উপজেলার নাছিয়ারকান্দি এলাকার আব্দুল করিম, কালিনগর গ্রামের সোহেল রানা, শিবপুর গ্রামের রাজীব ওরফে রাজু ও কলম লক্ষ্মীপুর গ্রামের ইয়াকুব আলী এবং পাবনার সুজানগর উপজেলার নওয়াগ্রাম এলাকার রইচ উদ্দিন।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ে শুক্রবার দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ৩০ মার্চ থেকে ২৫ জুন পর্যন্ত সিংড়া ও বড়াইগ্রাম উপজেলায় মোটর সাইকেলসহ টাকা ছিনতাইয়ের তিনটি ঘটনা ঘটে। মামলার পর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।

এসপি বলেন, ‘তারা অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করতেন। তাদের কাছ থেকে চারটি মোটরসাইকেল, ৫০ হাজার টাকা ও দুটি চাপাতি জব্দ করা হয়েছে। বুধবার চারজনকে ও শুক্রবার একজনকে আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

এ বিভাগের আরো খবর