বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৬ বছর পর জবি ছাত্রদলে নতুন নেতৃত্ব

  •    
  • ১ জুলাই, ২০২২ ১৫:২২

নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের ছাত্রত্বের বিষয়ে ছাত্রদল সভাপতি শ্রাবণ বলেন, ‘তারা দুজনই ইভিনিং মাস্টার্সের ছাত্র। আমাদের কাছে ডকুমেন্টস আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবার সঙ্গে পরামর্শ করেই কমিটি করা হয়েছে।’

প্রায় ছয় বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আসাদুজ্জামান আসলামকে সভাপতি ও সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক করে বৃহস্পতিবার রাতে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। তারা দুজন ২০০৪-০৫ শিক্ষাবর্ষের গণিত ও অর্থনীতি বিভাগের ছাত্র।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন কমিটির বাকি তিন সদস্য হলেন সিনিয়র সহসভাপতি ইব্রাহিম কবির মিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল এবং সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন।

এক বছরের জন্য এই কমিটি করা হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেয়ারও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংসদ।

নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের ছাত্রত্বের বিষয়ে ছাত্রদল সভাপতি শ্রাবণ বলেন, ‘তারা দুজনই ইভিনিং মাস্টার্সের ছাত্র। আমাদের কাছে ডকুমেন্টস আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবার সঙ্গে পরামর্শ করেই কমিটি করা হয়েছে।

‘কারা বিশ্ববিদ্যালয়ে থাকতে চায় আর কারা কেন্দ্রে থাকতে চায় তাদের সবার কাছ থেকে সিভি আহ্বান করা হয়েছিল। সবার মতামতের ভিত্তিতেই কমিটি করা। ত্যাগ, পরিশ্রম, নেতৃত্বের ক্যাপাসিটি দেখে দায়িত্ব দেয়া হয়েছে।’

শ্রাবণ আরও বলেন, ‘প্রায় ১৬-১৮ বছর ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি হয় না। আমাদের তিনজন নেতা-কর্মী গুম হয়েছে। শত শত নেতা-কর্মী নির্যাতিত হয়েছে, মৃত্যুবরণ করেছে। এখনও হাবীব নামের একজন চিকিৎসাধীন।

‘এত বড় সংগঠন। কিছু লোক তো অখুশি হবেই। আমাদের প্রতিটি সেশনে চার থেকে পাঁচজন যোগ্য লোক থাকে কিন্তু প্রেসিডেন্ট-সেক্রেটারি তো হবে দুজন। এই সেশনে আরও দুজন কোয়ালিফাইড ছিলেন। তারা বন্ধুদের আন্ডারে থাকতে চায় না, কেন্দ্রে চলে আসতে চায়। সে জন্য আমরা লিস্ট থেকে তাদের দুজনকে বাদ দিয়েছি।’

‘ছাত্রদলের নেতৃত্বে যোগ্যরাই আসে, যোগ্যরাই বাদ যায়’, বলেন শ্রাবণ।

এ বিষয়ে আসলাম জানান, তিনি ইংরেজি লিটারেচার বিভাগের প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত।

সুজন জানান, ২০১৭ সালে তিনি ভূগোল ও পরিবেশ বিভাগে ইভিনিং কোর্সে ভর্তি হন। এরপর ইভিনিং কোর্স বন্ধ হয়ে যাওয়ায় পরীক্ষাও স্থগিত হয়ে যায়। পরে বিভিন্ন বিভাগে ইভিনিংয়ের পরিবর্তে প্রফেশনাল কোর্স চালু হলেও এই বিভাগে এখনও ক্লাস, পরীক্ষা শুরু হয়নি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সর্বশেষ কমিটি ঘোষণা করা হয় ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি। গত কমিটির সভাপতি ছিলেন রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক আসিফ রহমান বিপ্লব।

২০২১ সালের ১৫ অক্টোবর এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এ বিভাগের আরো খবর