নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী যুবকের নামে মামলা হয়েছে।
ধর্ষণচেষ্টার ঘটনার এক সপ্তাহ পর শিশুটির নানি শুক্রবার সকালে কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
অভিযুক্ত যুবকের নাম সাদ্দাম হোসেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহারের বরাতে ওসি জানান, শিশুটি মায়ের সঙ্গে নানা-নানির বাড়িতে থাকে। প্রতিবেশী সাদ্দামের বাড়িতে প্রায়ই খেলতে যেত। গত শুক্রবার সকালে মেয়েকে কোথাও না পেয়ে খুঁজতে থাকে তার মা। এক পর্যায়ে সাদ্দামের বাড়িতে গিয়ে দেখেন তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করা হচ্ছে।
বাদীর অভিযোগ, মা চিৎকার করলে সাদ্দাম শিশুটিকে ছেড়ে দেয়। তার পায়ে ধরে সাদ্দাম ও তার স্ত্রী বিষয়টি মিমাংসা ও কাউকে না জানানোর অনুরোধ করেন। শিশুটিকে নিয়ে তার মা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে পরিবারের সদস্যরা মামলার সিদ্ধান্ত নেয়।
ওসি আরও জানান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।