নওগাঁর সাপাহারে মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছে। আহত হয়েছে মোটরসাইকেলের আরও দুই আরোহী।
নিশ্চিতপুর এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মৃত্যু হয় ওই চালকের।
নিহত সিয়াম আহমেদের বাড়ি সাপাহার উপজেলার পাতাড়ি ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামে। তিনি গোলাম আজমের ছেলে। সিয়াম সাপাহার আল হেলাল ইসলামি একাডেমির শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী। আহত দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি তবে তারা সিয়ামের বন্ধু।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সিয়াম আহমেদ তার দুই বন্ধুর সঙ্গে উপজেলার দীঘিরহাটের বাজার থেকে পিকনিক করার জন্য হাঁস কিনে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। সিয়াম মোটরসাইকেলটি চালাচ্ছিল। পথে নিশ্চিতপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের চাপায় সিয়ামের দুই বন্ধু রাস্তার নিচে এবং সিয়াম রাস্তার ওপরে ছিটকে পড়ে। এ সময় সিয়ামের মাথার ওপর দিয়ে মাইক্রোবাসের চাকা যাওয়ায় গুরুতর আহত হয় সে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সিয়ামের আহত দুই বন্ধুদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সিয়ামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
ওসি আল মাহমুদ বলেন, ‘নিহতের পরিবার থেকে এ ব্যাপারে কোনো অভিযোগ নেই। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’