খুলনা মহানগরীতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের অঘাতে আহত কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মারা যান ২২ বছর বয়সী সৈয়দ তাহমিদুন্নবী।
তিনি নগরীর রায়ের মহল কলেজের ছাত্র ছিলেন। তার বাড়ি দৌলতপুর থানার নতুন রাস্তা সাহাপাড়া মোড়া এলাকায়।
এসব তথ্য নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
নিহতের পরিবার ও প্রতক্ষ্যদর্শীদের বরাতে ওসি জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নতুন রাস্তা সাহাপাড়া মোড়া এলাকার কাঠমিস্ত্রি পলাশ তাহমিদুন্নবীকে বাসা থেকে ডেকে নেন। এরপর সেখানে আগে থেকে অবস্থান নেয়া ৪ থকে ৫ জন তাকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
আশপাশের লোকজন গিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে। সেখাসে রাতে তার মৃত্যু হয়।
ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পিয়াল নামের একজনকে আটক করা হয়েছে।