বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পদ্মা সেতু দিয়ে বাসের ভাড়া বাড়ল দুই কারণে

  •    
  • ৩০ জুন, ২০২২ ২০:৪৮

পদ্মা সেতু দিয়ে বড় বাসের টোল ঠিক করা হয়েছে দুই হাজার টাকা। ৪০ আসনের প্রতিটিতে যাত্রী ধরায় আগে টোল আসত ৫০ টাকা। এখন যাত্রী ২৮ জন ধরার কারণে টোল আসে ৭১ টাকা। এই হিসাবে বেড়েছে ২১ টাকা। সেতু পার হতে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যে টোল বসেছে, সেটিও ভাড়া বৃদ্ধির একটি কারণ। ২৮ আসন পূর্ণ ধরলে যাত্রী প্রতি টোলের পরিমাণ দাঁড়ায় ১৭ টাকা ৬৭ পয়সা।

দেশের প্রথম এক্সপ্রেসওয়েতে টোল আরোপ করার পাশাপাশি পদ্মা সেতু হয়ে চলাচলকারী বাসের টোলের হিসাব কষার ক্ষেত্রে যাত্রী সংখ্যা কম ধরার কারণে ভাড়া বেড়েছে।

ঢাকা থেকে পদ্মা সেতু পাড়ি দিয়ে দক্ষিণের পথে চলা সবগুলো রুটের ভাড়া সর্বনিম্ন ৩১ টাকা থেকে সর্বোচ্চ ৬৬ টাকা ভাড়া বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ।

নতুন এই ভাড়া কার্যকর হচ্ছে শুক্রবার থেকে। ৪০ আসনের বাসের ভাড়া ঠিক করা হয়েছে।

শুক্রবার থেকে ১৫টি রুটে নতুন ভাড়ায় বাস চলবে। এর মধ্যে ১২টি রুটে ঢাকার সায়েদাবাদ থেকে দক্ষিণ-পশ্চিমের বিভিন্ন গন্তব্যে এবং তিনটি রুটে ঢাকা হয়ে চট্টগ্রাম ও কক্সবাজার পর্যন্ত বাস চলাচল করবে।

৮ জুন বিআরটিএ পদ্মা সেতুর জন্য টোল সামঞ্জস্য করে ১৩টি রুটের বাস ভাড়া সংশোধন করে। ফলে এক মাসে দুই দফায় বাড়ল ভাড়া।

কেন এক মাসের মধ্যে আবার ভাড়া বৃদ্ধিএবার ভাড়া বেড়েছে টোল হিসাবের পদ্ধতিতে পরিবর্তন আনায়। এর আগে দুইবার বাসের শতভাগ আসন পূর্ণ ধরে টোলের টাকা ভাগ করা হয়েছিল। কিন্তু দূরপাল্লায় সড়কে বাসের ভাড়া ঠিক করা হয় ৭০ শতাংশ আসন পূর্ণ ধরে। সেই ‘ত্রুটি’ এবার সংশোধন করা হয়েছে।

নতুন হিসাবে সড়ক পথে কিলোমিটার প্রতি বাস ভাড়া নির্ধারণের ক্ষেত্রে যত আসন পূর্ণ ধরা হয়, সেতুর টোলের ক্ষেত্রেও তত আসন পূর্ণ ধরে হিসাব করা হয়েছে।

৪০ আসনের বাসের ৭০ শতাংশ পূর্ণ ধরে ২৮ যাত্রীর জন্য টোল হিসাব করা হয়েছে নতুন নীতিমালায়।

পদ্মা সেতু দিয়ে বড় বাসের টোল ঠিক করা হয়েছে দুই হাজার টাকা। ৪০ আসনের প্রতিটিতে যাত্রী ধরায় আগে টোল আসত ৫০ টাকা। এখন যাত্রী ২৮ জন ধরার কারণে টোল আসে ৭১ টাকা। এই হিসাবে বেড়েছে ২১ টাকা।

সেতু পার হতে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যে টোল বসেছে, সেটিও ভাড়া বৃদ্ধির একটি কারণ। এক্সপ্রেসওয়েতে ৪০ আসনের বাসের টোল ৪৯৫ টাকা। ২৮ আসন পূর্ণ ধরলে যাত্রী প্রতি টোলের পরিমাণ দাঁড়ায় ১৭ টাকা ৬৭ পয়সা।

কোন রুটে কত ভাড়ানতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা থেকে ভাঙ্গা হয়ে বরিশাল যেতে বাস ভাড়া হবে ৪৫৪ টাকা, যা আগের চেয়ে ৩৩ টাকা বেশি।

ঢাকা থেকে পটুয়াখালী হয়ে কুয়াকাটা যেতে বাস ভাড়া সর্বোচ্চ ৬৬ টাকা বাড়ানো হয়েছে। এই রুটে নতুন ভাড়া ৭৬৭ টাকা, যা আগে ছিল ৭০১ টাকা।

কক্সবাজার থেকে বরিশালের যেতে যাত্রীকে ভাড়া গুনতে হতো ১ হাজার ৩৪৯ টাকা। এখন দিতে হবে ১ হাজার ৩৮৮ টাকা।

চট্টগ্রাম থেকে খুলনা যেতে ভাড়া ১ হাজার ১৪৯ থেকে ১ হাজার ১৯২ টাকা এবং চট্টগ্রাম থেকে বরগুনার যেতে বাস ভাড়া পড়বে ১ হাজার ২২৩ টাকা থেকে ১ হাজার ২৮২ টাকা।

এছাড়া ঢাকা থেকে গোপালগঞ্জগামী বাসের ভাড়া ৩৯২ টাকা থেকে ৪২৩ টাকা, ঢাকা থেকে খুলনার ভাড়া ৫৩৭ টাকা থেকে ৫৭৫ টাকা, ঢাকা থেকে শরীয়তপুরের ভাড়া ২২৫ টাকা থেকে ২৫৭ টাকা, ঢাকা থেকে বরিশাল হয়ে পিরোজপুরের ভাড়া ৫৩২ টাকা থেকে ৫৮০ টাকা, ঢাকা থেকে গোপালগঞ্জ ও বাগেরহাট হয়ে পিরোজপুরের ভাড়া ৫৮৩ টাকা থেকে ৬১৯ টাকা করা হয়েছে।

অন্যদিকে ঢাকা থেকে পটুয়াখালী যেতে বাস ভাড়া ৫১৯ থেকে ৫৬১ টাকা, ঢাকা থেকে মাদারীপুরের ভাড়া ৩১৩ টাকা থেকে ৩৪৪ টাকা, ঢাকা থেকে সাতক্ষীরার ভাড়া ৬৫৪ টাকা থেকে ৬৮৯ টাকা, ঢাকা থেকে ফরিদপুরের ভাড়া ২৯২ টাকা থেকে ৩২৩ টাকা, ঢাকা থেকে শরীয়তপুরের ভাড়া ২৫৭ টাকা থেকে বাড়িয়ে ২২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ বিভাগের আরো খবর