বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিক্ষক নির্যাতন বন্ধ না হলে আন্দোলনের ঘোষণা

  •    
  • ৩০ জুন, ২০২২ ১৬:৪৯

বাংলাদেশ শিক্ষক সমিতির বিবৃতিতে বলা হয়, ‘হঠাৎ সংখ্যালঘু শিক্ষকদের ওপর জুলুম-নির্যাতন কীসের আলামত’ তা ভেবে দেখতে হবে। দেশব্যাপী শিক্ষক নির্যাতন বন্ধ না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

দেশব্যাপী শিক্ষক নির্যাতন বন্ধ না হলে আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম রনি এবং মহাসচিব মোহাম্মদ আতিকুর রহমান তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ‘হঠাৎ সংখ্যালঘু শিক্ষকদের ওপর জুলুম-নির্যাতন কীসের আলামত’ তা ভেবে দেখতে হবে। দেশব্যাপী শিক্ষক নির্যাতন বন্ধ না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজ শাখার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। অন্যদিকে নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে পুলিশের উপস্থিতিতে জুতার মালা পরিয়ে অপমান ও অপদস্থ করা হয়। এই দুটি ঘটনায় নিন্দা, প্রতিবাদ ও বিচার দাবি করেন শিক্ষকরা।

বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন, ‘বর্তমান সময়ে শিক্ষক হত্যাসহ দেশব্যাপী শিক্ষক নির্যাতন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরিচ্যুতির ঘটনা মারাত্মকভাবে বেড়েছে। এসব ঘটনায় বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। শিক্ষা ও জাতিকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে একটি অশুভ চক্র। মেধাবী শিক্ষক উৎপল কুমার সরকারকে নির্মমভাবে হত্যার ঘটনায় দেশব্যাপী ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।’

বিবৃতিতে শিক্ষক নেতারা নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে পুলিশের উপস্থিতিতে জুতার মালা পরিয়ে অপমান ও অপদস্থ করার ঘটনায় তীব্র নিন্দা জানান।

এ বিভাগের আরো খবর