বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোমানিয়া যাচ্ছেন ৩২০ দক্ষ কর্মী

  •    
  • ৩০ জুন, ২০২২ ১৫:৩০

সংবাদমাধ্যমে পাঠানো বার্তায় রাষ্ট্রদূত দাউদ আলী জানান, তিনি ২৬ জুন রোমানিয়ার সোনোমা স্পোর্টসওয়্যার কারখানা পরিদর্শন করেছেন। সেখানে যাচ্ছেন ৩২০ বাংলাদেশি কর্মী।

শিগগিরই ৩২০ দক্ষ বাংলাদেশি রোমানিয়া যাচ্ছেন বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।

সংবাদমাধ্যমে পাঠানো বার্তায় রাষ্ট্রদূত জানান, তিনি ২৬ জুন রোমানিয়ার সোনোমা স্পোর্টসওয়্যার কারখানা পরিদর্শন করেছেন। সেখানে যাচ্ছেন ৩২০ বাংলাদেশি কর্মী।

একই দিন রোমানিয়ার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বাকাউ) প্রেসিডেন্ট ডরু সিমোভিচির সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি।

সোনোমা স্পোর্টসওয়্যার কারখানা পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির সিইও আন্তোনেলা গাম্বা রাষ্ট্রদূত দাউদ আলীকে বলেন, তার কোম্পানি এরই মধ্যে আলাদা পোশাক কারখানা চালানোর জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ার, মেশিন অপারেটর, কাটিং মাস্টার, ম্যানেজারসহ বিভিন্ন খাতে ৩২০ বাংলাদেশি দক্ষ পোশাককর্মীকে বেছে নিয়েছে।

দাউদ আলী জানান, আন্তোনেলা তার পোশাক কারখানার জন্য আরও ১২০ জন এবং জুতার কারখানার জন্য ২০০ বাংলাদেশি কর্মী নেবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং শ্রমিকরা তার কারখানা ছেড়ে ইউরোপের অন্য দেশে না যান, তাহলে তিনি নতুন কারখানা স্থাপনের জন্য আরও ১ হাজার বাংলাদেশিকে নিয়োগ দেবেন।

মাইগ্রেশন খরচ কমানোর জন্য কোনো এজেন্টকে যুক্ত না করে এটি সরাসরি সরকারি মাধ্যমে সম্পন্ন করা প্রয়োজন বলেও জানান আন্তোনেলা।

রাষ্ট্রদূতকে তিনি জানান, অভিবাসন ব্যয় কমাতে শুধু বিমানের টিকিট এবং ভিসা ফি দিতে হবে বাংলাদেশি কর্মীদের।

ওই সময় রাষ্ট্রদূত আন্তোনেলাকে কর্মীদের এয়ার টিকিট দেয়ার জন্য অনুরোধ করেন। বিষয়টি তিনি বিবেচনায় রাখার কথা জানিয়েছেন।

বার্তায় দাউদ আলী আরও জানান, তিনি রোমানিয়ার রাজধানী বুখারেস্টের কাছে জুতার কারখানাও পরিদর্শন করেন, যেখানে বাংলাদেশি শ্রমিকরা কাজ করছেন।

ওই কারখানার মালিকও বাংলাদেশ থেকে আরও কর্মী নেয়ার বিষয়ে তার আগ্রহের কথা রাষ্ট্রদূতকে জানিয়েছেন।

এ বিভাগের আরো খবর