গৃহবধূ হত্যা মামলায় প্রথমপক্ষের শ্যালকসহ স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে গাইবান্ধার একটি বিচারিক আদালত। একই সঙ্গে তিন আসামিকে খালাস দেয়া হয়েছে।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় দেন।
দণ্ডিতরা হলেন, সাঘাটা উপজেলার কামালেরপাড়া গ্রামের মফিজ উদ্দিন ব্যাপারির ছেলে সাইফুল ইসলাম ও একই উপজেলার বসন্তেরপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে করিম মিয়া। তারা সম্পর্কে শালা-দুলাভাই।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্যা কনক নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
এজাহারে বলা হয়, সাইফুল ইসলাম ২০১৬ সালের ৩০ জুলাই তার প্রথম স্ত্রী পারভীন বেগমের ভাই করিম মিয়াকে সঙ্গে নিয়ে দ্বিতীয় স্ত্রী পারভীন আকতারকে গলা কেটে হত্যা করেন। সেই মরদেহ কয়েক দিন পর সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত পারভীন আকতারের ভাই আজিজুল রহমান সাঘাটা থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন সাইফুল ও করিম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্যা কনক বলেন, ‘হত্যায় অংশ নেয়া দুইজনের সর্বোচ্চ শাস্তি হয়েছে। তবে বাকি তিন আসামি নিরপরাধ হওয়ায় তাদের খালাস দিয়েছে আদালত।’