চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউনিয়ন পরিষদের এক সদস্যের ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
উপজেলার মুরাদপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় বুধবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ৪৫ বছর বয়সী মমিনুল হক মুরাদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আকবর হোসেনের বড় ভাই। মমিনুল পেশায় কৃষক ছিলেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক এসব তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মমিনুল হক ছেলে ও ভাতিজাকে নিয়ে গরু কিনতে গিয়েছিল। ফেরার পথে বাংলাবাজারে চলন্ত রিকশায় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তার ওপর কারা, কেন হামলা করেছে তা পুলিশ বের করার চেষ্টা করছে বলেও জানান তিনি।
এ ঘটনায় ইউপি সদস্য আকবর হোসেন বলেন, ‘এটি একটি পূর্বপরিকল্পিত হত্যা। সন্ত্রাসীরা আমার ভাইকে কুপিয়ে চলে গেছে। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’