বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পদ্মা সেতুর সংযোগ সড়ক নির্মাণে ধীরগতি, এমপির ক্ষোভ

  •    
  • ৩০ জুন, ২০২২ ০১:৫৪

‘আমাদের ৩ সংসদ সদস্যের ডিও লেটারের ওপর ভিত্তি করে শরীয়তপুরের মানুষের চলাচলের সুবিধার্থে প্রধানমন্ত্রী ২০২০ সালে একনেকে ১ হাজার ৬৮২ কোটি টাকার ফোর লেন প্রকল্পের অনুমোদন দেন। অনুমোদনের পর দীর্ঘ প্রায় আড়াই বছর অতিবাহিত হলেও নানান জটিলতায় আশানুরূপ কাজ হয়নি।’

শরীয়তপুর থেকে পদ্মা সেতুর সংযোগ সড়ক পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণে ধীরগতির কারণে ক্ষোভ প্রকাশ করেছেন শরীয়তপুর ১ আসনের এমপি ইকবাল হোসেন অপু।

এমপির নিজস্ব কার্যালয়ে বুধবার রাত সাড়ে ৮টার দিকে সংবাদ সম্মেলনে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

অপু বলেন, ‘আমাদের ৩ সংসদ সদস্যের ডিও লেটারের ওপর ভিত্তি করে শরীয়তপুরের মানুষের চলাচলের সুবিধার্থে প্রধানমন্ত্রী ২০২০ সালে একনেকে ১ হাজার ৬৮২ কোটি টাকার ফোর লেন প্রকল্পের অনুমোদন দেন। অনুমোদনের পর দীর্ঘ প্রায় আড়াই বছর অতিবাহিত হলেও নানান জটিলতায় আশানুরূপ কাজ হয়নি।

‘পদ্মা সেতু চালু হওয়ায় এই সড়কে যানবাহনের চাপ অনেক বেড়েছে। সড়কে দীর্ঘ যানজট তৈরি হচ্ছে। ঢাকা থেকে আসার পথে আমিও জানজটে আটকা পরেছিলাম।’

মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে সড়কটি চার লেনে উন্নীত করতে সড়ক বিভাগকে নির্দেশনা দেন এই এমপি। এ ছাড়া ঢাকা-শরীয়তপুর রুটে চলাচলকারী বিআরটিসি বাস নিয়েও গণমাধ্যমে কথা বলেন তিনি।

জেলার কিছু কিছু উপজেলা থেকে বিআরটিসি বাস চলাচল করলেও বাস মালিক সমিতির খামখেয়ালিপনায় জেলা শহর থেকে বন্ধ বাখা হয়েছে। সম্প্রতি জেলা শহরে বিআইডব্লিউটিসির বাস আটকে দেয় মালিক সমিতির সদস্যরা।

কেন জেলা শাহর থেকে বিআরটিসি বাস চলবে না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এমপি বলেন, ‘আগামী ১৫ দিনের মধ্যে জেলা শহর থেকে রাজধানীতে বিআইডব্লিউটিসি বাস চলবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে।’

পদ্মা সেতু হয়ে যানবাহন চলাচলের সুবিধার্থে ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি শরীয়তপুর থেকে পদ্মা সেতুর সংযোগ সড়ক পর্যন্ত ২৭ কিলোমিটার চার লেনের সড়ক উন্নয়নের প্রকল্প অনুমোদন দেয় একনেক। চলতি বছরের জুন মাসের মাধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও কাজের অগ্রগতি মাত্র ২০ শতাংশ।

বর্তমানে শরীয়তপুর থেকে কাজিরহাট পর্যন্ত ১৭ কিলোমিটার ২৪ ফুট ও কাজিরহাট থেকে পদ্মা সেতুর সংযোগ সড়ক পর্যন্ত ১২ ফুট প্রস্থের সড়ক রয়েছে। সরু এই সড়কে যানবাহন চলাচলে ভোগান্তিতে পরতে হচ্ছে যাত্রী ও চালকদের।

এ বিভাগের আরো খবর