খুলনা মহানগরীতে দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার রাত ৮টার দিকে নগরীর মুজগুন্নী এলাকায় গুলিবিদ্ধ হন জুলফিকার নাইম মুন্না নামে ওই যুবক। পুলিশ জানিয়েছে, মুন্না হত্যাসহ একাধিক মামলার আসামি।
তার বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার সুগন্ধী গ্রামে।
খালিশপুর থানার ওসি জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, বুধবার রাত ৮টার দিকে নগরীর মুজগুন্নী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছিলেন মুন্না। সে সময় ২ জন এসে তার মাথায় গুলি করে পালিয়ে যায়।
খালিশপুর থানা পুলিশ তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দীঘলিয়া থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সরকার জানিয়েছেন, নিহত মুন্নার নামে একাধিক মামলা আছে।
ওসি জাহাঙ্গীর আলম জানিয়েছেন, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।