বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পদ্মা সেতু নিয়ে দায়িত্বশীল হওয়ার অনুরোধ

  •    
  • ২৯ জুন, ২০২২ ১৮:৩৩

পরদিন সকালে সেতু পারাপার শুরু হওয়ার পর হাজার হাজার মোটরসাইকেলের চালকদের মধ্যে মরিয়া প্রবণতা দেখা যায় সেতুতে উঠতে। এর মধ্যে নিষেধ না মেনে সেতুতে উঠে ভিডিও ধারণ, বেপরোয়া গতিতে চালিয়ে দুর্ঘটনায় প্রাণহানি, এমনকি সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে ফেলার মতো ঘটনা দেখা যায়। দুটি ছবি পাওয়া যায় মূত্রত্যাগের। এসব ঘটনায় সেতুতে দ্বিতীয় দিন থেকেই মোটরসাইকেল নিষিদ্ধ করা হয়। এতে আবার প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন টোল কমে যায় ৭৮ লাখ।

পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ এবং এর নিরাপত্তায় যাত্রীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পদ্মা সেতু জাতির একটি সম্পদ। এর ক্ষতি মানে সবার ক্ষতি।

বুধবার রাজধানীর সেতু ভবনের সম্মেলন কক্ষে সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গত শনিবার পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এক ধরনের উন্মাদনা দেখা দেয় সারা দেশে। সেদিন নিষেধ না মেনে হাজার হাজার মানুষ সেতুতে উঠে যায়। তারা নিরাপত্তা বেষ্টনী টপকে যায়, ছিঁড়ে ফেলতেও দেখা যায়।

পরদিন সকালে সেতু পারাপার শুরু হওয়ার পর হাজার হাজার মোটরসাইকেলের চালকদের মধ্যে মরিয়া প্রবণতা দেখা যায় সেতুতে উঠতে। এর মধ্যে নিষেধ না মেনে সেতুতে উঠে ভিডিওধারণ, বেপরোয়া গতিতে চালিয়ে দুর্ঘটনায় প্রাণহানি এমনকি সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে ফেলার মতো ঘটনা দেখা যায়। দুটি ছবি পাওয়া যায় মূত্রত্যাগের।

এসব ঘটনায় সেতুতে দ্বিতীয় দিন থেকেই মোটরসাইকেল নিষিদ্ধ করা হয়। এতে আবার প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন টোল কমে যায় ৭৮ লাখ।

সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষা এবং এর নিরাপত্তার জন্য যাত্রীসাধারণসহ সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।’

চট্টগ্রাম কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তিপত্রে সেতু বিভাগের পক্ষে সেতু বিভাগের সচিব মনজুরর হোসেন এবং সেতু কর্তৃপক্ষের পক্ষে পরিচালক (প্রশাসন) রুপম আনোয়ার সই করেন।

পরে মন্ত্রী ই-সার্ভিস/ইনোভেশন কার্যক্রমের আওতায় সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ট্যাব বিতরণ করেন।

এ বিভাগের আরো খবর