রাজধানীর ওয়ারীতে মিটফোর্ড হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক অদিতি সরকার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে বুধবার সকাল ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন, শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউট এর ডাঃ সামন্ত লাল সেন। তিনি জানান, অদিতির শরীরের ৫০% শতংশ দগ্ধ হয়েছিল।
ওয়ারীর ১০ নম্বর হেয়ার স্ট্রিটের বাসার ষষ্ঠ তলায় শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
অদিতির স্বামী মানষ মণ্ডল বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। বাসায় কিছু দাহ্য পদার্থ ছিল, তা অদীতির পায়ে লেগে পড়ে যায়, সেখানে আগুন লাগে এবং ওই আগুনে দগ্ধ হয়। ওই সময় তার দুই সন্তানসহ পরিবারের লোকজনও ছিল।’
তিনি বলেন ‘আমি তার চিৎকার শুনে ৯৯৯ ফোন দিলে তারা অ্যাম্বুলেন্স পাঠালে পরে তাকে বার্ন ইউনিটে চিকিৎসা জন্য নিয়ে আসি।’