বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাদক মামলায় দম্পতির যাবজ্জীবন

  •    
  • ২৯ জুন, ২০২২ ১৬:০৪

মামলা থেকে জানা গেছে, ২০১৭ সালের ২৩ জুলাই মাদকবিরোধী অভিযানে মিরপুর থানাধীন বেগম রোকেয়া সরণির অনামিকা কনকর্ড টাওয়ারের সামনে থেকে ৪০০টি ইয়াবাসহ রিপনকে আটক করে ডিবি পুলিশ। তার দেয়া তথ্যমতে, উজ্জ্বলের বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা এবং ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

রাজধানীর মিরপুর মডেল থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মনির কামাল এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সম্রাট উজ্জ্বল এবং তার স্ত্রী মোছা. রত্না। এ মামলার অপর আসামি রিপনের ৬ বছর কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বিষয়টি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান।

রায়ে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়াও আরেক ধারায় রত্না ও উজ্জ্বলকে ১০ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড দেয়া হয়েছে। একত্রে চলবে উভয় ধারার সাজা। সে ক্ষেত্রে তাদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানা গেছে।

এ মামলার তিন আসামি পলাতক থাকায় বিচারক তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলা থেকে জানা গেছে, ২০১৭ সালের ২৩ জুলাই মাদকবিরোধী অভিযানে মিরপুর থানাধীন বেগম রোকেয়া সরণির অনামিকা কনকর্ড টাওয়ারের সামনে থেকে ৪০০টি ইয়াবাসহ রিপনকে আটক করে ডিবি পুলিশ। তার দেয়া তথ্যমতে, উজ্জ্বলের বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে ১৯ হাজার ৬০০ ইয়াবা এবং ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

উজ্জ্বলের স্ত্রী রত্নাকেও আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় মিরপুর জোনাল টিমের এসআই (নিরস্ত্র) রফিকুজ্জামান মিঞা ওইদিনই মামলা করেন। মামলাটি তদন্ত করে ওই বছরই ১ অক্টোবর তিনজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন মিরপুর জোনাল টিমের পুলিশ পরিদর্শক মীর রেজাউল ইসলাম।

এ বিভাগের আরো খবর