বঙ্গোপসাগরে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ৮টি ট্রলারসহ গ্রেপ্তার ১৩৫ ভারতীয় জেলেকে কারাগারে পাঠিয়েছে আদালত।
জেলেদের বুধবার দুপুরে বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক খোকন হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সোমবার রাত ১০টার দিকে গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনীর সদস্যরা তাদের গ্রেপ্তার করেন। নৌসদস্যরা তাদের যুদ্ধজাহাজ বিএনএস আলী হায়দার ও বিএনএস প্রত্যয় নিয়ে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমা সোয়াচ অব নো গ্রাউন্ড এলাকা টহলের সময় সেখান থেকে ৮টি মাছ ধরার ট্রলারসহ ওই জেলেদের গ্রেপ্তার করেন।
সমুদ্রসীমা আইন না মেনে মাছ শিকারের দায়ে মঙ্গলবার রাতে তাদের নামে মামলা দিয়ে বাগেরহাটের মোংলা থানায় সোপর্দ করে নৌবাহিনী। ভারতীয় এই জেলেদের বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায়।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম।
তিনি বলেন, ‘সমুদ্রসীমা না মেনে মাছ শিকারের অপরাধে তাদের নামে মামলা দিয়ে বুধবার দুপুরের পর বাগেরহাট আদালতে তোলা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।’
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, ‘ট্রলারে থাকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ মণ মাছ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আজ দুপুরে নিলামে তোলা হয়। পরে মাছ বিক্রির ৫ লাখ ৭ হাজার টাকা রাজস্ব খাতে জমা দেয়া হয়েছে।’