বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাড়ি আমদানিতে চট্টগ্রামকে ডিঙিয়ে মোংলার রেকর্ড

  •    
  • ২৮ জুন, ২০২২ ২০:১৯

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মো. মাকরুজ্জামান বলেন, ‘চলতি অর্থবছরে দেশে গাড়ি আমদানির ৬০ শতাংশ হয়েছে মোংলা বন্দর দিয়ে। চট্টগ্রাম বন্দরে আমদানি হয়েছে ৪০ শতাংশ। এবার এই দুই সমুদ্র বন্দরের মাধ্যমে গাড়ি আমদানি হয়েছে ৩৪ হাজার ৭৮৩টি। এর মধ্যে মোংলা বন্দরের মাধ্যমে এসেছে ২০ হাজার ৮০৮ এবং চট্টগ্রাম বন্দরে ১৩ হাজার ৯১৩টি গাড়ি।’

চট্টগ্রাম বন্দরকে পেছনে ফেলে গাড়ি আমদানিতে রেকর্ড গড়েছে মোংলা বন্দর।

চলতি ২০২১-২২ অর্থবছরে মোংলা বন্দরে গাড়ি আমদানি হয়েছে ২০ হাজার ৮০৮টি, যা এযাবৎকালের সর্বোচ্চ।

মোংলা বন্দর কর্তৃপক্ষ মঙ্গলবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

২০০৯ সালে মোংলা বন্দরের মাধ্যমে গাড়ি আমদানি শুরু হয়। ৮ হাজার ৯০৯টি দিয়ে শুরু হয়ে ধারাবাহিকভাবে গাড়ি আমদানি বাড়তে থাকে। চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই গাড়ি আমদানিতে সর্বোচ্চ রেকর্ড গড়েছে মোংলা বন্দর।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান বলেন, ‘চলতি অর্থবছরে দেশে গাড়ি আমদানির ৬০ শতাংশ হয়েছে মোংলা বন্দর দিয়ে। চট্টগ্রাম বন্দরে আমদানি হয়েছে ৪০ শতাংশ। চলতি ২০২১-২২ অর্থবছরে দেশের প্রধান দুটি সমুদ্র বন্দরের মাধ্যমে গাড়ি আমদানি হয়েছে ৩৪ হাজার ৭৮৩টি। এর মধ্যে মোংলা বন্দরের মাধ্যমে এসেছে ২০ হাজার ৮০৮ এবং চট্টগ্রাম বন্দরে ১৩ হাজার ৯১৩টি গাড়ি।’

বিগত অর্থবছরগুলোর তুলনায় এটাই সর্বোচ্চ বলে জানান তিনি।মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ‘মোংলা বন্দরের মাধ্যমে গাড়ি আমদানি বেড়েই চলছে। বন্দর কর্তৃপক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজ ঘোষণা, স্বল্প সময়ের মধ্যে বন্দর থেকে গাড়ি খালাস, গাড়ি রাখার উন্নতমানের শেড ও ইয়ার্ড এবং গাড়ির নিরাপত্তা নিশ্চিতের কারণে আমদানিকারকরা মোংলা বন্দরকে বেছে নিয়েছেন।’

তিনি জানান, পদ্মা সেতু চালু হওয়ায় ব্যবসায়ীদের আরও সুযোগ তৈরি হয়েছে। ১৭০ কিলোমিটার দূরত্বের রাজধানী ঢাকার সবচেয়ে কাছের বন্দর এটি। ব্যবসায়ীরা সড়কপথে সাড়ে তিন ঘণ্টায় গাড়ি নিয়ে ঢাকায় পৌঁছাতে পারছেন। এতে লাভবান হবেন তারা।

উন্নত সড়ক ব্যবস্থার কারণে মোংলা বন্দরের মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সহসাই আরও বাড়বে বলে জানান বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান।

এ বিভাগের আরো খবর