লালমনিরহাটের কালীগঞ্জে ঠিকাদারের করা চাঁদাবাজি মামলায় ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে ইউনিয়নের শ্রুতিধর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতে নিলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
কালীগঞ্জ থানা পুলিশ জানায়, উপজেলার ভোটমারী ইউনিয়নের বড়দীঘিরপাড় এলাকায় একটি সড়কের নির্মাণ কাজ করছেন এলাহী বকস নামের এক ঠিকাদার। নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তুলে ওই ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ হোসেন ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেন।
২৬ জুন চেয়ারম্যান ফরহাদ হোসেনের বিরুদ্ধে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে মামলা করেন ওই ঠিকাদার।
এই মামলায় ভোরে ইউনিয়নের শ্রুতিধর এলাকা থেকে চেয়ারম্যানকে গ্রেপ্তার করে পুলিশ।
চেয়ারম্যান ফরহাদ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সড়কের কাজে অনিয়মের প্রতিবাদ করায় আমাকে জড়িয়ে মিথ্যা মামলা করেন ঠিকাদার এলাহী।’
ঠিকাদার এলাহী বলেন, ‘চেয়ারম্যান ফরহাদ আমার ছেলে ও আমাকে গ্রাম পুলিশ দিয়ে ডেকে ইউনিয়ন পরিষদে নিয়া যান। সেখানে তিন লাখ টাকা চাঁদা দাবি করায় চেয়ারম্যানের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা করেছি।’
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি গোলাম রসুল কাজল জানান, চাঁদাবাজির মামলায় ভোটমারী ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ হোসেনকে আদালতে নিলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।