ফায়ার সার্ভিস কর্মীদের এক ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামের বাকলিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবস্টেশনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।বাকলিয়া থানা এলাকার সৈয়দ শাহ সড়কের পাশে পিডিবির সাব স্টেশনের আগুন মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নিয়ন্ত্রেণে আসে।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যৈষ্ঠ কর্মকর্তা শহিদুল ইসলাম।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘সোয়া ৫টার দিকে বাকলিয়া থানা এলাকার সৈয়দ শাহ সড়কে পিডিবির সাব স্টেশনে আগুন লাগে। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসেছি।
‘আমাদের দুটা স্টেশনের চারটা ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন আগুন নেই তবে ধোঁয়া উঠছে।’
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তদন্ত সাপেক্ষে জানানো যাবে বলে জানান তিনি।