ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন।মঙ্গলবার সকালে পৌর শহরের দুধসারা মসজিদপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী পৌর শহরের ব্রিজঘাট এলাকার মৃত খোদা বক্স মণ্ডলের ছেলে। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি জানান, সকাল ৯টার দিকে ইদ্রিস আলী বাইসাইকেলে মাঠে যাচ্ছিলেন। এ সময় বালুবোঝাই একটি ট্রাক্টর তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে পড়ে যান ইদ্রিস। তখন ট্রাক্টরের চাকায় পিষ্ট হন তিনি। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ওসি মঈন উদ্দিন বলেন, ‘চালক ফারুক পালিয়ে গেলেও বালুবোঝাই টাক্টর আটক করা হয়েছে। মরদেহ কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।’
ট্রাক্টরের চাকায় পিষ্ট বৃদ্ধ
ওসি জানান, সকাল ৯টার দিকে ইদ্রিস আলী বাইসাইকেলে করে মাঠে যাচ্ছিলেন। এ সময় বালুবোঝাই একটি ট্রাক্টর তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে পড়ে যান ইদ্রিস। তখন ট্রাক্টরের চাকায় পিষ্ট হন তিনি।
-
ট্যাগ:
- দুর্ঘটনা
এ বিভাগের আরো খবর/p>