বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাংবাদিক রফিকুল আনোয়ার স্মরণে নোয়াখালী সমিতির শোকসভা

  •    
  • ২৮ জুন, ২০২২ ০১:১৭

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। সঞ্চালনা করেন নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক নূরনবী টিপু।

নোয়াখালী প্রতিদিন পত্রিকার সম্পাদক রফিকুল আনোয়ার স্মরণে নোয়াখালী জেলা সমিতি আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে।

সোমবার রাজধানীর নয়াপল্টনে নোয়াখালী জেলা সমিতি কার্যালয়ে সমিতির সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিনের সভাপতিত্বে সন্ধ্যা ৭টায় দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। সঞ্চালনা করেন নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক নূরনবী টিপু।

বক্তব্য রাখেন রফিকুল আনোয়ারের ছেলে আশরাফুল আনোয়ার, নোয়াখালী জেলা সমিতির সহসভাপতি মোশাররফ হোসেন, মনজুরুল ইসলাম মঞ্জু, জামাল উদ্দিন, সহসম্পাদক আবদুর রব সবুজ, হুমায়ুন কবির চৌধুরী, কোষাধ্যক্ষ কে বি এম সহিদউল্যা, যুব সম্পাদক কাজী শরফুদ্দিন বাবু, ধর্মবিষয়ক সম্পাদক নুরনবী চৌধুরী সেলিম, সহশিক্ষা সম্পাদক গোলাম শরীফ চৌধুরী পিপল, পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন, সহ আইন সম্পাদক মোনায়েম নবী শাহীন, সদস্য মফিজ উদ্দিন, রফিকুল ইসলাম হেলাল।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা সমিতির সভাপতি বেলায়েত হোসেন, কবিরহাট উপজেলা সমিতির সভাপতি ফোরকানে আলম, সেনবাগ উপজেলা কল্যাণ সমিতির সম্পাদক ওমর ফারুক, যুবলীগের কেন্দ্রীয় নেতা নুরুল কবির জুয়েল, আওয়ামী নেতা খন্দকার তারেক রহমান, নোয়াখালী প্রতিদিন পত্রিকার সিনিয়ার সম্পাদক ভিপি সালাউদ্দিন, সহসম্পাদক গোলাম ছারওয়ার রিপন, ব্যবসায়ী মনির হোসেন মাইকেল, রিপোর্টার জামাল উদ্দিন, শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক বেলাল হোসেন চৌধুরী।

বক্তারা রফিকুল আনোয়ারের সাংবাদিকতা ও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করেন। তারা নোয়াখালী প্রতিদিন পত্রিকার প্রকাশনা অব্যাহত রাখার জন্য সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

২০ জুন রাত সাড়ে ১০টার দিকে ঢাকায় নিজ বাসভবনে স্ট্রোক করে মারা যান রফিকুল আনোয়ার।

এ বিভাগের আরো খবর