বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিলেটে বন্যাদুর্গতদের পাশে রংধনু গ্রুপ

  •    
  • ২৭ জুন, ২০২২ ২২:৫০

শিল্প গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক কাউসার আহমেদ অপু জানান, সিলেট অঞ্চলের মোট তিন হাজার বন্যাদুর্গত পরিবার রংধনু গ্রুপের খাদ্য সহায়তা পাচ্ছে। গ্রুপের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত তিন হাজার পরিবারে খাদ্য সহায়তা পৌছে দিতে কার্যক্রম হাতে নিয়েছে রংধনু গ্রুপ।

কোম্পানীগঞ্জ উপজেলার পাঁচ শতাধিক পরিবারের হাতে রোববার এই সহায়তা তুলে দেয়া হয়। এই সহায়তা কার্যক্রমের সঙ্গে প্রতিষ্ঠানটির প্রকাশিতব্য পত্রিকা প্রতিদিনের বাংলাদেশও সম্পৃক্ত ছিল।

এছাড়া সোমবার সুনামগঞ্জের হাওরাঞ্চল তাহিরপুরের বানভাসি ৫০০ পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দেয়া হয়।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার সিলেটের বিয়ানীবাজার ও বুধবার কানাইঘাট উপজেলায় দুর্গত মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেয়া হবে।

রোববার প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মুস্তাফিজ শফি, রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিদিনের বাংলাদেশ-এর প্রকাশক কাউসার আহমেদ অপু বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় কোম্পানীগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক এলাকায় বন্যাদুর্গত ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দেন।

এ সময় কাউসার আহমেদ অপু জানান, সিলেট অঞ্চলের মোট তিন হাজার বন্যাদুর্গত পরিবার রংধনু গ্রুপের খাদ্য সহায়তা পাচ্ছে। গ্রুপের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে সোমবার স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাহিরপুরে মুস্তাফিজ শফি দুর্গতদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন।

পরিবারপ্রতি ত্রাণের প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, এক কেজি চিড়া, মুড়ি ও গুড়, দুই লিটার পানি, এক প্যাকেট বিস্কুট, গ্যাসলাইটার ও মোমবাতি।

এ বিভাগের আরো খবর