বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পদ্মায় ট্রলার উল্টে নিখোঁজ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

  •    
  • ২৭ জুন, ২০২২ ১৮:৪১

জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বেলা ৩টার দিকে পদ্মা নদীর সিধার চর এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। তামিমের পরিবারকে খবর দেয়া হলে স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন।

ভোলার চরফ্যাশন থেকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে গিয়ে ট্রলার উল্টে নিখোঁজের তিন দিন পর ছাত্রলীগ নেতা আল আফছার তামিমের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শরীয়তপুরের জাজিরা পয়েন্টের সিধার চর এলাকা থেকে দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মৃত আল আফছার তামিম চরফ্যাশন সরকারি কলেজের ছাত্র ছিলেন। ওই কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি। তার বাড়ি চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল আহসান আসিফ বলেন, ‘চরফ্যাশন থেকে শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সঙ্গে আমরা ছাত্রলীগ নেতাকর্মীরা তাসরিফ-৪ লঞ্চে পদ্মা সেতু উদ্বোধনস্থলে যাই। উদ্বোধন শেষে চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ছয়জন কাঁঠালবাড়ী ঘাট থেকে মাওয়া ঘাটে যাওয়ার জন্য ট্রলারে উঠে পদ্মা পাড়ি দিই।

‘মাওয়া ঘাটে পৌঁছানোর ৫ মিনিট আগেই প্রবল স্রোতে ট্রলারটি উল্টে যায়। অন্য ট্রলার ও স্পিডবোট এসে পাঁচজনকে উদ্ধার করে। তবে তামিমকে পাওয়া যায়নি।’

জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বেলা ৩টার দিকে পদ্মা নদীর সিধার চর এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। তামিমের পরিবারকে খবর দেয়া হলে স্বজনরা এসে মরদেহ শনাক্ত করে।

তামিমের দুলা ভাই মো. ইউনুস জানান, জাজিরা থানা থেকে মরদেহ তাদের হস্তান্তর করা হয়েছে। মরদেহ ভোলা নেয়ার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো খবর