বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আখ মাড়াই যন্ত্রে হাত, ফায়ার সার্ভিসের ১ ঘণ্টার চেষ্টায় বিক্রেতা উদ্ধার

  •    
  • ২৭ জুন, ২০২২ ১৮:৩৫

শিক্ষার্থী মো. জিসান বলেন, ‘ঘটনার পর ফায়ার সার্ভিসকে কল দিলে তাদের একটি দল ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে মেশিন খুলে শিপনকে উদ্ধার করে। পরে অ্যাম্বুলেন্সে করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।’

বরিশালে আখ মাড়াইয়ের ডিজেলচালিত যন্ত্রে হাত ঢুকে গুরুতর আহত হয়েছেন এক রস বিক্রেতা।

নগরীর গির্জা মহল্লার বিবির পুকুরপাড়ে সোমবার বেলা পৌনে ২টার দিকে এই ঘটনা ঘটে। বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি দল ১ ঘণ্টারও বে‌শি সময় চেষ্টা চালিয়ে ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

আহত মো. শিপন নগরীর ৫ নম্বর ওয়ার্ডের তিন নম্বর পলাশপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী জিসান বলেন, ‘আমি শিপনের কাছ থেকে রস কিনে খাচ্ছিলাম। তখন শিপন ডান হাত দিয়ে মেশিন পরিষ্কার করছিলেন এবং পাশের দোকানদার বন্ধু আকিবের সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে হঠাৎ শিপনের ডান হাতের বাহু পর্যন্ত মেশিনের মধ্যে ঢুকে আটকে যায়। ‘ঘটনার পর ফায়ার সার্ভিসকে কল দিলে তাদের একটি দল ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে মেশিন খুলে শিপনকে উদ্ধার করে। পরে অ্যাম্বুলেন্সে করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।’

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন জানান, দুটি টিম নিয়ে ১ ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেছি। তার হাতের বাহু পর্যন্ত ঢুকে যাওয়ায় খুব সাবধানে উদ্ধারকাজ পরিচালনা করতে হয়েছে। অভিযানে ভারী মেশিন ব্যবহার করা অসম্ভব ছিল তাই ছোট যন্ত্রাংশের মাধ্যমে মেশিন খুলে হাত বের করা হয়েছে।

ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল কলেজ হাসপাতালের প‌রিচালক এইচ এম সাইফুল ইসলাম বলেন, আহতের চি‌কিৎসা চলছে। বিস্তা‌রিত পরে বলা যাবে।

এ বিভাগের আরো খবর