পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে সোমবার সকাল থেকে। এরপরও সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে টোল প্লাজায় সকাল থেকেই ভিড় জমান বাইকাররা।
সেখানে নিষেধাজ্ঞার মুখে সেতু পাড়ি দিতে পারেননি তারা। বাধ্য হয়ে বাইকাররা যান শরীয়তপুরের মাঝিরঘাট ফেরি ঘাটে, কিন্তু ফেরি না থাকায় নৌপথেও মাওয়া প্রান্তে পৌঁছাতে পারেননি তারা।
জাজিরা প্রান্তে বাইকাররা জানান, তাদের বেশিরভাগই ঢাকা থেকে আসা। সেতু পার হতে না পারায় তারা ঘাটে যান, কিন্তু সেখানে গিয়েও ফেরি না থাকায় পড়েন বিপাকে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মাঝিরঘাট কর্তৃপক্ষ বলছে, মোটরসাইকেল পারাপারে প্রয়োজনে শিমুলিয়া থেকে ফেরি আনা হবে।
ঘাট কর্তৃপক্ষ আরও জানায়, ঘাটে সকাল থেকেই মোটরসাইকেল আসতে শুরু করে। চাপ বাড়তে শুরু করে ১০টার পর থেকে। বেলা সাড়ে ১১টার দিকে ঘাটের ১ নম্বর পন্টুন পরিপূর্ণ হয়ে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পন্টুনের সংযোগ সড়কে চলে যায় বাইকের সারি।
বরিশাল থেকে আসা নিজাম উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘মেয়ের টিকার তারিখ থাকায় আজ দুপুরের মধ্যে ঢাকায় ফেরা খুবই জরুরি। সকাল ৭টায় পদ্মা সেতুর টোল প্লাজায় এসে জানতে পারি, সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
‘কোনো উপায় না পেয়ে পদ্মা পার হতে মাঝিরঘাটে আসি। এখানে ৩ ঘণ্টা অপেক্ষা করছি। ফেরি চলবে কি না কেউ বলতে পারছে না।’
মাদারীপুরে থেকে ফেরি ঘাটে আসা শায়লা সোমা বলেন, ‘রোববার বাইকে স্বামীর সঙ্গে ঢাকা থেকে মাদারীপুর আসি। ফেরি বন্ধ করে দেবে জানলে আসতাম না।
‘সমস্যা হলে ফেরি বন্ধ করুক, তবে আমাদের পারাপারের তো ব্যবস্থা করতে হবে। আমরা এখন কীভাবে পার হব?’
বিআইডব্লিউটিসির মাঝিরঘাটের সহব্যবস্থাপক জামিল আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘পদ্মা সেতু চালু হলেও ফেরি ঘাট প্রস্তুত আছে। ঘাটে যানবাহন না থাকায় সব ফেরি শিমুলিয়া ঘাটে নোঙর করে রাখা হয়েছে।
‘সকাল থেকে ঘাটে মোটরসাইকেলের চাপ বাড়তে শুরু করেছে। আটকা পড়া মোটরসাইকেল আরোহীদের পারাপারের জন্য শিমুলিয়া থেকে একটি ফেরি এনে সব মোটরসাইকেল পারাপারের ব্যবস্থা করা হবে।’
জাজিরা প্রান্তের টোল প্লাজায় দায়িত্বে থাকা সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হোসেন মুঠোফোনে নিউজবাংলাকে বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী সোমবার সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে। তারপরও অনেকে মোটরসাইকেল নিয়ে টোল প্লাজায় ভিড় জমাচ্ছেন।
‘তাদের সবাইকে বিকল্প পথে মাঝিরঘাট-শিমুলিয়া অথবা দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ ব্যবহার করে পদ্মা নদী পারাপারের অনুরোধসহ নির্দেশনা দেয়া হয়েছে।’
মাওয়া প্রান্তেও মোটরসাইকেল নিয়ে ভিড়
একই পরিস্থিতি দেখা গেছে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে। সোমবার সকাল ৭টার দিকে এ প্রান্তে ভিড় জমান অনেক মোটরসাইকেলচালক।
তারা সেতু পার হওয়ার জন্য জোর দাবি জানাতে থাকেন, তবে টোল প্লাজায় দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের বাধায় সেতু পার হতে পারেননি তারা।
টোল প্লাজায় দায়িত্বরতরা শরীয়তপুরের মাঝিরকান্দিগামী বাইকচালকদের মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যেতে বলেন। তাদের কথামতো শিমুলিয়ায় গিয়ে ‘কুঞ্জলতা’ নামের ফেরিতে করে গন্তব্যে রওনা হন বাইকচালকরা।