ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চৌকিঘাটা গ্রামের মালিগ্রাম-চৌকিঘাটা সড়কের একটি কালভার্টের মাঝ বরাবর ভেঙে গর্ত হয়ে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন অন্তত ১০টি গ্রামের মানুষ।
গর্তটির কারণে প্রতিদিনই গ্রামের স্কুল ও মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ হাটে বেচাকেনার জন্য শস্য পরিবহনে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রামবাসীর।
স্থানীয় মেম্বার মোশারফ হোসেন জানান, ১০/১১ দিন আগে মাটিভর্তি একটি ট্রাক কালভার্টটি অতিক্রম করার সময় এর কিছু অংশের কংক্রিট ভেঙে নিচে পড়ে যায়। এর ফলে ওই রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মোশারফ আরও জানান, কালভার্টটির ওপারে চৌকিঘাটা, সাউতিকান্দা, হিরালদী, ঘারুয়া, চানপুট্টি, পূর্ব সদরদী, খামিনার বাগ, গঙ্গাধরদীসহ অন্তত ১০ গ্রামের মানুষ বসবাস করেন। প্রতিদিন এসব গ্রামের হাজারও মানুষ কালভার্টটি পাড়ি দেন।
এ ছাড়া সড়কটি আধা পাকা ইটের সলিং হওয়ায় বৃষ্টি-বাদলের দিনে তা ভোগান্তির কারণ হয় সাধারণ মানুষের।
স্থানীয় কৃষক এনায়েত বিশ্বাস বলেন, ‘আমরা প্রতি শনি ও রোববার পাট, ধান, গম, কালিজিরা, ভুট্টা ইত্যাদি ফসল বিক্রি করতে এই রাস্তা দিয়ে মালীগ্রাম হাটে যাই। এই ফসলই আমাদের সব। ফসল বিক্রি করতে না পারলে আমরা না খেয়ে মরব।’
সুলতান খা নামে বয়স্ক এক ব্যক্তি বলেন, ‘ঘারুয়া বাজারে আমাদের ইউনিয়ন পরিষদসহ সব কাজেই এই রাস্তাটা ব্যবহার করি। এ ছাড়া মাঠের ফসল আনা নেয়ার জন্য এই রাস্তাটা আমাদের অনেক দরকার। আপনাদের কাছে অনুরোধ আমাদের কালভার্টটা ঠিক করে দেন।’
এই বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী সাদিকুর রহমান বলেন, ‘ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান বরাবর একটি লিখিত আবেদন করলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’
এই বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুনসুর মুন্সী বলেন, ‘আমি ওই কালভার্টটি ভেঙে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি জানতাম না। আমি খোঁজ নিয়ে ভাঙা অংশ ঠিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’