গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১-এর বিচারক মোস্তফা কামাল রোববার বিকেলে এই আদেশ দেন।
দণ্ড পাওয়া আসামিরা হলেন রংপুর নগরীর এরশাদনগর এলাকার আসাদুল ইসলাম, রঞ্জু মিয়া ও কেডিসি রোড এলাকার বাবু মিয়া।
রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত থাকলেও প্রধান আসামি বাবু পলাতক। তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন বিচারক।
রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী রফিক হাসনাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।
২০০৭ সালের ২৬ মে ভোরে নগরীর মর্ডান মোড় এলাকায় রিকশার গতিরোধ করে আরোহী ওই গৃহবধূকে টেনেহিঁচড়ে খামার এলাকায় নিয়ে ধর্ষণ করে আসামিরা। তার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে আসাদুলকে আটক করে পুলিশে দেয়। অন্যরা পালিয়ে যায়।
সেদিনই ওই নারী কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এসআই আজিজুল ইসলাম তদন্ত শেষে তিন আসামির বিরুদ্ধে সে বছরের ১০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন। ১৫ বছর পর এই মামলার রায় হয়েছে।