ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রির দাবিতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা।
কলেজের প্রধান ফটকের সামনে রোববার সকাল ৮টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রযেছে। ফলে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
সজিব নামের এক শিক্ষার্থী জানান, ভর্তি বিজ্ঞপ্তিতে ডিভিএম ডিগ্রী দেয়ার কথা থাকলেও কলেজ কর্তৃপক্ষ বিএসসি ভেট সাইন্স অ্যান্ড এএইচএস ডিগ্রী প্রদানের চেষ্টা করছে। এতে আগামীতে শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হবে। তাই তারা ডিভিএম ডিগ্রীর দাবি জানিয়েছে।
এ বিষয়ে সরকারি ভেটেরিনারি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান বলেন, ‘আমরা সড়ক অবরোধ কর্মসূচি থেকে শিক্ষার্থীদের ফেরাতে বারবার আহ্বান জানাচ্ছি। সমস্যা সমাধানে ঊধর্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।’
এর আগেও শিক্ষার্থীরা মানববন্ধন, সড়ক অবরোধ, খুলনা প্রাণী সম্পদের বিভাগের কর্মকর্তাকে অবরুদ্ধ করেও কোনো কাজ হয়। এ কারণে শিক্ষার্থীরা আবার নতুন করে সড়ক অবরোধ করেন।