ফরিদপুরের একটি বিল থেকে কাঁচামাল ব্যবসায়ীর মাথায় কোপানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সদরের কৃষ্ণনগরের ইউনিয়নের গাবির বিল থেকে রোববার সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবারের দাবি, ব্যবসার টাকা হাতিয়ে নিতে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
৩৫ বছরের ওই ব্যবসায়ীর নাম শরীফ শেখ। তিনি ইউনিয়নের রহিমপুর গ্রামের নিমাই শেখের ছেলে। স্থানীয় বাজারে কাঁচামাল ব্যবসায়ী ছিলেন শরীফ।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল।
শরীফের পরিবার জানান, রাতে কাঁচামাল ব্যবসায়ের ৬ লাখ টাকা নিয়ে বাড়িতে ফিরছিলেন শরীফ। রাত ১০টার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় খোঁজ শুরু করে স্বজনরা। পরে সকালে স্থানীয়দের কাছ থেকে শরীফের মরদেহ উদ্ধারের খবর জানতে পারেন তারা।
কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, শরীফ শনিবার রাত ১০টার পর থেকে নিখোঁজ ছিলেন। রোববার সকালে স্থানীয়রা বিলের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি এম এ জলিল বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শরীফের মাথায় তিনটি গভীর কোপের চিহ্ন পাওয়া গেছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’