দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার অন্যতম প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট। এই ঘাট দিয়েই ওই অঞ্চলের যাত্রীরা লঞ্চ, সি-বোট বা ফেরি করে পাড়ি দেয় উত্তাল পদ্মা।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর রোববার ভোর ৫টা ৫০ মিনিট থেকে যান চলাচলের জন্য তা খুলে দেয়া হয়। এর প্রভাব পড়েছে ফেরিঘাটগুলোতে। বর্তমানে শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকা অনেকটাই যানবাহনশূন্য ও কোলাহলমুক্ত দেখা গেছে।
শিমুলিয়া
ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সকাল থেকে ১২টি স্পিডবোট ও ৮টি লঞ্চ শিমুলিয়া থেকে মাঝিরকান্দি ও বাংলাবাজারের উদ্দেশে ঘাট ছেড়েছে। প্রতিটি স্পিডবোট ও লঞ্চ তুলনামূলক কমযাত্রী নিয়ে পদ্মা পাড়ি দিয়েছে।
ফরিদপুরের যাত্রী সাবিহা বলেন, ‘তাড়াতাড়ি যেতে হবে, তাই স্পিডবোটে নদী পাড়ি দিচ্ছি। শুনেছি, আজ সকাল থেকেই পদ্মা সেতুর ওপর দিয়ে গাড়ি যাচ্ছে।’
যাত্রীশূন্য দেখা যায় শিমুলিয়া ঘাটও। ছবি: নিউজবাংলা
মাঝিরকান্দির আব্দুর রহিম বলেন, ‘ঘাটের খুব কাছে আমার বাড়ি। তাই লঞ্চেই যাচ্ছি। গাড়িতে করে গেলে আমাকে আবার ঘুরে যেতে হবে।’বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শিমুলিয়া বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ‘সকাল থেকেই ঘাট থেকে লঞ্চ-স্পিডবোট যথানিয়মে চলাচল করছে, তবে যাত্রীসংখ্যা অনেকটাই কম।’
পদ্মা সেতু চালু হওয়ায় চাপ নেই পাটুরিয়ায়
মাওয়ায় পদ্মা সেতুর চালু হওয়ায় যাত্রী ও যানবাহনের চাপ কমেছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটেও।
রোববার সকালে পাটুরিয়া ঘাট এলাকা বেশ স্বাভাবিক দেখা গেছে। হাতে গোনা কয়েকটি যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি এবং পণ্যবাহী পরিবহন ফেরি পারের অপেক্ষায় থাকতে দেখা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ খালেদ নেওয়াজ নিউজবাংলাকে জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাতায়াতের অন্যতম নৌপথ পাটুরিয়া-দৌলতদিয়ায় ২১টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। মাওয়ায় পদ্মা সেতু চালু হওয়ায় সকাল থেকেই যাত্রী ও যানবাহনের চাপ কমেছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে। বর্তমানে ঘাট এলাকা একেবারেই স্বাভাবিক রয়েছে।’
তিনি আরও জানান, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ি ঘাটে আসা মাত্রই ফেরির দেখা পাচ্ছে। বর্তমানে ফেরি যানবাহনের জন্য অপেক্ষা করছে। ঘাটে যাত্রী ও যানচালকদেরও কোনো ভোগান্তি নেই।
শাহ খালেদ নেওয়াজ জানান, মাওয়া ঘাট বন্ধ থাকায় শনিবার সকাল থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ৭ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার করা হয়েছে। সে তুলনায় পাটুরিয়ায় আজকে যানবাহন নেই।