বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাটক্ষেতে স্কুলছাত্রের মরদেহ

  •    
  • ২৬ জুন, ২০২২ ১১:৩৬

বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান বলেন, ‘পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। মরদেহের বিভিন্ন জায়গায় কাটা আছে। শরীরে আঘাত ও ধারালো অস্ত্রের কোপের চিহ্নও দেখা গেছে। এখনও পুলিশ কাজ করছে।’

রাজবাড়ীতে একটি পাটক্ষেত থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বালিয়াকান্দিতে রোববার সকালে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

ওই ছাত্রের নাম বাদল মোল্লা। সে বালিয়াকান্দি উপজেলার বড় হিজলি গ্রামের হুমায়ূন মোল্লার ছেলে। বাদল সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় জাহিদ হোসেন জানান, সকালে ওই পাটক্ষেতের পাশে ঘাস কাটতে যান তিনি। এ সময় মরদেহটি দেখতে পেয়ে বাড়ির ও স্থানীয়দের খবর দেন।

ওসি আসাদুজ্জামান বলেন, ‘পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। মরদেহের বিভিন্ন জায়গায় কাটা আছে। শরীরে আঘাত ও ধারালো অস্ত্রের কোপের চিহ্নও দেখা গেছে। এখনও পুলিশ কাজ করছে।’

এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে আইনি প্রক্রিয়া চলমান আছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো খবর