বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পদ্মা সেতু পাড়ি দিয়ে উচ্ছ্বাস

  •    
  • ২৬ জুন, ২০২২ ০৮:৫৯

উদ্বোধনের পর দিন রোববার সকালে মাওয়া প্রান্তে আনন্দ-উচ্ছ্বাস-উদ্দীপনার সঙ্গে টোল দিয়ে যানবাহনের চালক ও যাত্রীরা সেতু পার হতে শুরু করেন।

নির্ধারিত টোল নেয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য খুলে দেয়া হয় স্বপ্নের পদ্মা সেতু।

উদ্বোধনের পর দিন রোববার সকালে আনন্দ-উচ্ছ্বাস-উদ্দীপনার সঙ্গে টোল দিয়ে যানবাহনের চালক ও যাত্রীরা সেতু পার হতে শুরু করেন।

সকাল ৫টা ৫০ মিনিটে সেতু খুলে দেবার সময় যাত্রী ও চালকদের বাঁধভাঙা আনন্দ দেখা যায়।

এ দিন সবার আগে সেতু পাড়ি দেবার প্রবণতা দেখা যায় প্রায় সব চালক ও যাত্রীদের মধ্যে। তাই সেতু খুলে দেবার কয়েক ঘণ্টা আগে থেকেই বিভিন্ন যানবাহন এসে পৌঁছায় মাওয়া প্রান্তে। এতে সেতু খুলে দেবার আগে প্রায় দেড় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

আগে সেতু পাড়ি দেবার প্রবণতায় ভোর থেকেই কিছুটা বিশৃঙ্খলা শুরু হয় মাওয়া প্রান্তে। যানের দীর্ঘ সারি দেখে অনেকেই উল্টো পথে আসে আর এতে রাস্তার দুই প্রান্তেই জটের সৃষ্টি হয়।

এ ছাড়া বাহনভেদে আলাদা আলাদা টোলঘর থাকলেও সেতু খুলে দেয়ার সময় মোটরসাইকেল আরোহীরা এই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে প্রতিটি টোলঘরেই জটলা তৈরি করে।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রায় আধাঘণ্টা সময় লাগে সেতু কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের। এরপর থেকে ট্রাক-কাভার্ডভ্যান, বাস, প্রাইভেট কার আলাদা আলাদা লেন মেনে টোলঘরে পৌঁছায়।

ভায়াডাক্টসহ ৯ দশমিক ৩০ কিলোমিটার দৈর্ঘ্যের দেশের সবচেয়ে দীর্ঘ সেতুটির টোল আদায় কার্যক্রম দ্রুতগতি করতে মাওয়া ও জাজিরা প্রান্তের দুটি টোলপ্লাজায় বসানো হয়েছে সাতটি করে মোট ১৪টি গেট।

যান চলাচলে সেতুটি খুলে দেয়ার সঙ্গে সঙ্গে দুই প্রান্তের ১৪টি টোল গেট চালু হয়ে গেছে। সব কটি গেটে ম্যানুয়াল পদ্ধতিতে ভাড়া আদায় করা হচ্ছে।

পদ্মা সেতুর টোল

গত ১৭ মে পদ্মা সেতুর টোল হার প্রকাশ করে সরকার। সে হিসাবে এই সেতু পাড়ি দিতে মোটরসাইকেলকে দিতে হবে ১০০ টাকা।

প্রাইভেট কার ও সাধারণ জিপে টোল ঠিক করা হয়েছে ৭৫০ টাকা। পিকআপ ও বিলাসবহুল জিপ পারাপারে টোল ধরা হয়েছে ১ হাজার ২০০ টাকা।

মাইক্রোবাস পারাপারে সেতুর টোল ১ হাজার ৩০০ টাকা। ৩১ বা এর কম আসনের ছোট বাসের জন্য দিতে হবে ১ হাজার ৪০০ টাকা। মাঝারি বাসের টোল ২ হাজার টাকা। বড় বাসে ২ হাজার ৪০০ টাকা।

পাঁচ টনের ট্রাক এই সেতু পাড়ি দিলে গুনতে হবে ১ হাজার ৬০০ টাকা। পাঁচ টন থেকে আট টনের মাঝারি ট্রাকের জন্য দিতে হবে ২ হাজার ১০০ টাকা। আট টন থেকে ১১ টনের মাঝারি ট্রাকের টোল ধরা হয়েছে ২ হাজার ৮০০ টাকা।

থ্রি এক্সেলের ট্রাক পারাপারে টোল ঠিক করা হয়েছে সাড়ে ৫ হাজার টাকা। মালবাহী ট্রেইলারের (চার এক্সেল) টোল ৬ হাজার টাকা। চার এক্সেলের ওপরে মালবাহী ট্রেইলারের জন্য প্রতি এক্সেলে দেড় হাজার টাকা যোগ হবে।

বর্তমানে ফেরিতে নদী পারাপারে যে হারে মাশুল দিতে হয়, সেতুতে তা দেড় গুণ বা আশপাশে বাড়ানো হয়েছে।

এ বিভাগের আরো খবর