রাজধানীর জুরাইনে কমিশনার রোড চেয়ারম্যানবাড়ি এলাকায় এক তরুণ ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ওই তরুণের নাম গোলাম রাব্বী খান। তার বয়স ২০ বছর।
অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা হাবিব মিয়া বলেন, ‘আমার ছেলে ওই এলাকার একটি কারখানায় কাজ করে। আজ বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আমরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‘আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর সদরে। বর্তমানে কদমতলীর জুরাইন কমিশনার রোড চেয়ারম্যানবাড়ি এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকত।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’