বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পদ্মায় ট্রলার উল্টে ছাত্রলীগ নেতা নিখোঁজ

  •    
  • ২৫ জুন, ২০২২ ২১:৫৯

চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল বলেন, ‘মাওয়া ঘাটে পৌঁছানোর ৫ মিনিট আগেই প্রবল স্রোতে ট্রলারটি উল্টে যায়। অন্য ট্রলার ও স্পিডবোট এসে পাঁচজনকে উদ্ধার করে। ট্রলারে থাকা চরফ্যাশন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল আফছার তামিম এখনও নিখোঁজ রয়েছেন।’

মাওয়া ঘাটের কাছে পদ্মা নদীতে ট্রলার উল্টে ভোলার চরফ্যাশন সরকারি কলেজের ছাত্র আল আফছার তামিম নিখোঁজ হয়েছেন। তিনি ওই কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

২৬ বছর বয়সী আল আফছার তামিম চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি চরফ্যাশন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

শনিবার দুপুরে পদ্মা নদীর কাঁঠালবাড়ী ঘাট থেকে মাওয়া ঘাটে পৌঁছানোর ৫ মিনিট আগে প্রবল স্রোতে ট্রলার উল্টে যায়। এতে চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সােহাগসহ ছয়জন নদীতে পড়ে যান।

অন্য ট্রলার ও স্পিডবোট গিয়ে সােহাগসহ পাঁচজনকে উদ্ধার করে। এর মধ্যে তামিম নিখোঁজ হন।

চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল আহসান আসিফ এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘চরফ্যাশন থেকে শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সঙ্গে আমরা ছাত্রলীগ নেতাকর্মীরা তাসরিফ-৪ লঞ্চে পদ্মা সেতু উদ্বোধনস্থলে আসি। উদ্বোধন শেষে চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ছয়জন কাঁঠালবাড়ী ঘাট থেকে মাওয়া ঘাটে যাওয়ার জন্য ট্রলারে উঠে পদ্মা পাড়ি দিই।

‘মাওয়া ঘাটে পৌঁছানোর ৫ মিনিট আগেই প্রবল স্রোতে ট্রলারটি উল্টে যায়। অন্য ট্রলার ও স্পিডবোট এসে পাঁচজনকে উদ্ধার করে। ট্রলারে থাকা চরফ্যাশন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল আফছার তামিম এখনও নিখোঁজ রয়েছেন।’

চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইউসুফ হোসেন ইমন বলেন, ‘আমরা উদ্বোধন অনুষ্ঠান শেষ করে ভোলায় ফেরার পথে চাঁদ প্রান্তে পৌঁছালে বিষয়টি জানতে পরি। বিষয়টি স্থানীয় প্রশাসন ও কোস্টগার্ডকে অবগত করেছি। তারা উদ্ধার অভিযান চালাচ্ছেন। এখনও তামিমের সন্ধান মেলেনি।

এ বিভাগের আরো খবর