ফরিদপুরের সদরপুর উপজেলায় গলায় ফাঁস দেয়া অবস্থায় সোহেল রানা সেলিম নামে এক মুদি দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব শ্যামপুর এলাকা থেকে ওই দোকানির মরদেহ উদ্ধার করা হয়। ৫৫ বছর বয়সী সেলিম পূর্ব শ্যামপুর গ্রামের মোমরেজ ব্যাপারীর ছেলে। উপজেলার হাসপাতাল মোড় নামক এলাকায় দীর্ঘদিন ধরে মুদি দোকান চালাতেন তিনি।
প্রতিবেশী সুরত মোল্ল্যা জানান, স্ত্রী মারা যাওয়ার পর কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন সেলিম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর শোকেই সেলিম নিজের ঘরে গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
সদরপুর থানার ওসি সুব্রত গোলদার বলেন, ‘কিছুদিন আগে ওই ব্যক্তির স্ত্রী মারা যান। এর পর থেকেই তিনি মানসিক সমস্যায় ছিলেন। আজ (শনিবার) সকালে ঘরের জানালার গ্রিলের সঙ্গে লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।’
সেলিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।