সেনা, পুলিশ ও র্যাবপ্রধানের পর এবার সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করেছেন ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) এস এম জুলফিকার রহমান।
শনিবার দুপুরে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে আসেন তিনি।
ওই সময় তিনি ষোলঘর এলাকার নৌকাঘাট থেকে দোয়ারাবাজার উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকায় যান। এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
জুলফিকার বলেন, ‘বৃহত্তর সিলেট বিভাগে সুনামগঞ্জের যে বন্যা আমরা দেখলাম, তার সাফারিংটা দেখলাম বা এখন বিভিন্ন এলাকায় চলছে তো আমরা অনেকে ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছি। সরকারিভাবে অনেকে এগিয়ে এসেছেন, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে বিভিন্নভাবে ত্রাণ কার্যক্রম চালু রয়েছে।
‘ফায়ার সার্ভিস ওতপ্রোতভাবে উদ্ধারকাজে সম্পৃক্ত ছিল। আজকে আমরা ফায়ার সার্ভিসের ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে ত্রাণ নিয়ে আসছি, সেটি বিভিন্ন এলাকায় বিতরণ করব।’
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ‘যেখানে এখনও ত্রাণ পৌঁছেনি, আমরা সেই এলাকায় ত্রাণ নিয়ে যাচ্ছি। তবে এই ত্রাণই শেষ নয়, আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করছি।
‘আপনারা জানেন ফায়ার সার্ভিস সব সময় উদ্ধারকাজে নিয়োজিত থাকে। তারা ইতোমধ্যে অনেকগুলো কাজে পারদর্শিতা দেখিয়েছে।’
তিনি বলেন, ‘আপনারা জানেন বন্যায় বিদ্যুতের পাওয়ার স্টেশনগুলো পানিতে নিমজ্জিত ছিল। সেখান থেকে পানি সেচে ফায়ার সার্ভিস রক্ষা করেছে। সরকারি খাদ্যগুদামে পানি থেকে খাবারগুলো রক্ষাসহ বিভিন্ন কাজ করেছে, যা আমাদের অব্যাহত থাকবে।’