ফেনীর দাগনভূঞায় মিফতাহুল জান্নাত অপ্রা নামে এক শিশুকে গাছের লতায় প্যাঁচিয়ে ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর গ্রামের নেয়াজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
দাগনভূঞা থানার সার্কেল অফিসার মাসকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তার ভাষ্য, শিশুটিকে নির্যাতন করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
পাঁচ বছর বয়সী অপ্রা দক্ষিণ নেয়াজপুর গ্রামের বক্সআলী ভূঞাবাড়ির ওসমান গনির মেয়ে। সে নেয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী।
পরিবারের বরাতে পুলিশ জানায়, বাড়ির পাশের নেয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ক্লাসের ফাঁকে পানি খাওয়ার জন্য বেরিয়ে নিখোঁজ হয় অপ্রা। অনেক খোঁজাখুজির পর স্কুলের পেছনে কবরস্থানের ঝোপের মধ্যে গাছের সঙ্গে লতায় প্যাঁচানো তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
পুলিশ, র্যাব, সিআইডিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে নেন।
পুলিশ কর্মকর্তা মাসকুর জানান, ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া বিস্তারিত জানানো যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে।
অপ্রাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। স্থানীয়রা ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম বলেন, ঘটনার ক্লু উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।