রাজধানীর কামরাঙ্গীরচরে মোবাইল ছিনিয়ে নেয়াকে কেন্দ্র করে এর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত জীবন নামে একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স ২০ বছর।
এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তারা হলেন ১৮ বছর বয়সী মো. রাফি এবং ১৭ বছর বয়সী বিজয়। রাফি ভর্তি রয়েছেন এবং বিজয়কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
শুক্রবার রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল পৌনে ৯টার দিকে জীবন মারা যান।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।
নিহতের বাবা আব্দুল হান্নান বলেন, ‘আমার ছেলে জীবন মৌলভীবাজারে একটি কার্টন ফ্যাক্টরিতে কাজ করে। শুক্রবার কারখানা বন্ধ থাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। এলাকার কয়েকজন আমার ছেলের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে ওদের বন্ধুসহ সবাই বাধা দিলে তিনজনকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’
ইনচার্জ বাচ্চু মিয়া বলেন ,‘কামরাঙ্গীরচর এলাকা থেকে তিনজন কিশোরকে ছুরিকাঘাতে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।’
তিনি জানান, এ ঘটনায় রাফি নামে এক কিশোর ভর্তি রয়েছে ও বিজয়কে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।