যশোরে রোববার থেকে ফের শুরু হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম। এ দফায় টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে জেলার এক লাখ ৩৭ হাজার ৪৩৯ পরিবার পাবে টিসিবি পণ্য। একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন। ইতোমধ্যে প্যাকেট তৈরির কাজ শেষ হয়েছে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবার আট উপজেলায় ১৮ জন ডিলার পণ্য বিক্রি করবেন। প্রায় তিনমাস পর টিসিবির পণ্য পাওয়ার খবরে ফ্যামিলি কার্ডধারীর অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। ডিলাররা বলছেন, কোরবানির ঈদকে সামনে রেখে টিসিবির পণ্য বিক্রির এই উদ্যোগ কিছুটা হলেও নিম্ন আয়ের মানুষের উপকারে আসবে।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান বলেন, জেলার ৯৩টি ইউনিয়নের ৮৩৭টি ও আটটি পৌরসভার ৭২টি মিলে মোট ৯০৯টি ওয়ার্ডের ওই পরিবারগুলো ভর্তুকি মূল্যে পাবে টিসিবির তিন পণ্য। ১৮ জন ডিলার এসব পণ্য বিক্রি করবেন। প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কিনতে হবে পণ্য। এই কার্ডের বাইরে কেউ টিসিবির পণ্য নিতে পারবেন না। আতিকুর রহমান নামে একজন টিসিবি ডিলার জানিয়েছেন, প্রতিটি প্যাকেটে দুই কেজি তেল, দুই কেজি ডাল ও দুই কেজি চিনি থাকবে। তেল ১১০, ডাল ৬৫ ও চিনি ৫৫ টাকা কেজি দরে বিক্রি করা হবে। জেলা টিসিবি ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান জানান, কার্ডধারী টিসিবি পণ্য সরবাহরের জন্য তাদের সব প্রস্তুতি সম্পন্ন। নিত্যপণ্যের এই দুর্মূল্যের সময় ভর্তুকির মাধ্যমে তিনটি পণ্য পেলে অর্থ সাশ্রয় হবে বলে মনে করছেন শ্রমজীবী মানুষ। শহরের ঘোপ বউ বাজার এলাকার রিকশা চালক নজরুল ইসলাম বলেন, ‘রমজান মাসে কার্ডের মাধ্যমে টিসিবির জিনিস পেয়েছিলাম। এখন তেল, ডাল ও চিনির দাম বেশি। আবারও যদি টিসিবির জিনিস পাই তাহলে অনেক উপকার হবে।’যেসবস্থানে মিলবে টিসিবি পণ্যযশোরের চৌগাছা পৌরসভা, উপজেলায় সরুপদাহ ইউনিয়ন পরিষদ, বাঘারপাড়া পৌরসভা, রায়পুর ইউনিয়ন পরিষদ, অভয়নগরের শ্রীধরপুর ইউনিয়ন পরিষদ, শুভরাড়া ইউপি, শার্শার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ, গোগা ইউপি, মণিরামপুর ইউনিয়ন পরিষদ, মনোহরপুর ইউনিয়ন পরিষদ, হরিদাসকাটি ইউনিয়ন পরিষদ, ঝিকরগাছা পৌরসভা, মাগুরা ইউনিয়ন পরিষদ, কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়ন পরিষদ, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদ, যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়ন পরিষদ, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদ ও রামনগর ইউনিয়ন পরিষদ চত্বরে। এসব স্থানে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত টিসিবি পণ্য বিক্রয় করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
যশোরে কাল থেকে ফের শুরু টিসিবি পণ্য বিক্রি
প্রায় তিনমাস পর টিসিবির পণ্য পাওয়ার খবরে ফ্যামিলি কার্ডধারীর অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। ডিলাররা বলছেন, কোরবানির ঈদকে সামনে রেখে টিসিবির পণ্য বিক্রির এই উদ্যোগ কিছুটা হলেও নিম্ন আয়ের মানুষের উপকারে আসবে।
এ বিভাগের আরো খবর/p>